ব্রেকিং নিউজ
গণমাধ্যমকর্মী আইনে সাংবাদিকদের প্রাপ্য সব ধরনের সুরক্ষা নিশ্চিত করা হবে : তথ্য প্রতিমন্ত্রী খুলনার দাকোপের কালাবগী এলাকায় ভয়াবহ নদী ভাঙন সিরাজগঞ্জে নিখোঁজের একদিন পর গর্ত থেকে ২ ভাইয়ের মরদেহ উদ্ধার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান ফ্রন্ট, খুলনা জেলার প্রতিনিধি সভা অনুষ্ঠিত সাঁথিয়ায় সাঁতার প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্টিত কোনো শিক্ষার্থীই পাস করেনি ৫১টি শিক্ষাপ্রতিষ্ঠানের
×

উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি
প্রকাশ : ২২/৪/২০২৪, ৭:০৪:০৫ PM

পঞ্চগড়ে জেলা প্রশাসকের গাড়ি ভাঙচুর, আটক যুবক

পঞ্চগড়ে জেলা প্রশাসকের গাড়ি ভাঙচুরের অভিযোগে আবু জাফর (২৭) নামের এক এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (২২ এপ্রিল) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে রাখা সরকারি গাড়ি ভাঙচুরের এ ঘটনা ঘটে।

পঞ্চগড়ে জেলা প্রশাসকের গাড়ি ভাঙচুরের অভিযোগে আবু জাফর (২৭) নামের এক এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (২২ এপ্রিল) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে রাখা সরকারি গাড়ি ভাঙচুরের এ ঘটনা ঘটে।

আটক আবু জাফর পঞ্চগড় সদরের বানিয়াপাড়া যতনপুকুরী গ্রামের শামসুদ্দিন আহমদের ছেলে । জানা গেছে আবু জাফর বড় আকারের একটি পাথর জেলা প্রশাসকের গাড়ির গ্লাস কে লক্ষ্য করে ছুড়ে মারেন। এ সময় গাড়ির সামনের গ্লাস ভেঙে যায় । তবে তাৎক্ষণিক ওই যুবককে আটক করেন পুলিশ। পুলিশ জানায়, জেলা প্রশাসকের সরকারি জিপ পাজেরো স্পোর্টস গাড়িটির সামনের গ্লাস পাথরের আঘাতে ভেঙে দেন আবু জাফর। তবে তিনি কী কারণে গাড়ি ভাঙচুর করেছেন তা জানা যায়নি। ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে গাড়িটি সরিয়ে নেওয়া হয়।

এ নিয়ে জেলা প্রশাসনের দায়িত্বশীল কারো বক্তব্য পাওয়া যায়নি।